• সন্দেশখালি কাণ্ডে খোঁজ নেই শাহজাহানের, আদালতে পৌঁছল তাঁর আর্জি ...
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য রাজনীতি উত্তাল সন্দেশখালি কাণ্ডে। এখনও পর্যন্ত খোঁজ নেই শেখ শাহজাহানের। বিরোধী রাজনৈতিক দল সহ সব পক্ষ থেকেই শাহজাহানের নিখোঁজ তত্ব নিয়ে জোর চর্চা। তার মাঝেই আদালতে পৌঁছে গেলেন শেখ শাহজাহান। শাহজাহানের আইনজীবী মক্কেলের বার্তা নিয়ে পৌঁছন কলকাতা হাই কোর্টে। আর্জি জানা্ন মামলায় তাঁকে যুক্ত করার এবং তাঁর কথা শোনার। শাহজাহান কেন আত্মসমর্পণ করেননি, সেই প্রশ্ন করেন বিচারপরি। সূত্রের খবর, শাহজাহানের আইনজীবী জানিয়েছেন, ইডির অভিযান সঠিক ছিল না বলে মনে করছেন তাঁর। ৫ জানুয়ারি থেকে সন্দেশখালি কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে বাধার মুখে পড়েন ইডির আধিকারিকরা। শুধু তাই নয়, ইডির আধিকারিকদের ওপর চলে হামলা, আক্রান্ত হন তাঁরা। জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়, রীতিমত পালিয়ে যান জওয়ানরা। সন্দেশখালি কাণ্ডে মামলা দায়ের হয় আদালতে।
  • Link to this news (আজকাল)