পুলিস সূত্রে খবর, মৃতের নাম সিরাজুল শেখ। বাড়ি, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। ডোমজুড়়ে ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। হাঁসু খান নামে এক রাজমিস্ত্রির অধীনের কাজ করতেন সিরাজুল। গতকাল, রবিবার ডোমজুড়েরই উত্তর ঝাপরদহ এলাকায় একটি জলাজমিতে ওই যুবকের রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছে।কীভাবে মৃত্যু? যাঁর অধীনে কাজ করতেন, সেই হাঁস খা-র কাছ থেকেই নাকি ৩০ হাজার টাকা ধার নিয়েছিলেন সিরাজুল! কিন্তু টাকা ফেরত দেওয়া দুর অস্ত, উল্টে হাঁসুকে মারধর করছিলেন বলে অভিযোগ। পুলিসের দাবি, সেকারণেই সিরাজুলকে খুনের পরিকল্পনা করেন হাঁস। কুড়ি হাজার সুপারি দেন আলমগীর নামে এক দুষ্কৃতীকে। এরপর কাজ দেওয়ার নাম করে ডেকে এনে সিরাজুলকে খুন করেন আলমগামী ও তাঁর শাগরেদ।মূল অভিযুক্ত হাঁসু খা ও আলমগীরকে গ্রেফতার করেছে পুলিস। আজ, সোমবার আদালতে পেশ করা হলে, ধৃতদের ১৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।