• ডার্বির আগেই শহরে হাবাস, কাল দলের সঙ্গে যোগ দেবেন
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ডার্বির আগেই শহরে হাজির মোহনবাগানের নতুন কোচ। সোমবার সকালে মাদ্রিদ থেকে কলকাতায় পৌঁছলেন আন্তোনিও লোপেজ হাবাস। ১৯ জানুয়ারি সুপার কাপের ডার্বিতে কোচের হটসিটে থাকবেন আইএসএলের সফলতম কোচ। মঙ্গলবারই ভুবনেশ্বরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এবছরের শুরু থেকেই টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে যুক্ত ছিলেন। এবার আবার পুরোনো ভূমিকায় ফিরবেন হাবাস। দু"বছর আগে তাঁকে সরিয়েই জুয়ান ফেরান্দোকে এনেছিলেন মোহনবাগান কর্তারা। আবার ফিরলেন হাবাসে। একবার এটিকে হিসেবে, অন্যবার এটিকে মোহনবাগান হিসেবে আইএসএল জয়ের রেকর্ড রয়েছে স্প্যানিশ কোচের। দু"দফায় দীর্ঘদিন কলকাতায় ছিলেন। পুরনো জায়গায় ফিরতে পেরে খুশি। আইএসএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে সফল কোচ তিনি। সেই পরম্পরা বজায় রাখার চেষ্টা করবেন। হাবাস বলেন, "আমি কলকাতাকে নিজের দ্বিতীয় বাড়ি ভাবি।‌ এই শহরের ফুটবলপ্রেমীরা আমার খুব প্রিয়। সবাই আমার চেনা। আবার শতাব্দী প্রাচীন ক্লাবের কোচের দায়িত্বে আমাকে ফিরিয়ে আনায় দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। সেরাটা দিয়ে সবুজ মেরুন সমর্থকদের আশা পূরণের চেষ্টা করব। এই শহর আমাকে অনেক সম্মান এবং সাফল্য দিয়েছে। সেই পরম্পরা বজায় রাখতে চাই।" সুপার কাপের মাঝে কলকাতায় পা রাখলেও সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল হাবাসের। মঙ্গলবার ভুবনেশ্বরে দলের সঙ্গে যোগ দেবেন। ডার্বির আগে প্রস্তুতির বিশেষ সময় নেই। তবে মিলিত প্রচেষ্টায় সেরাটা দেওয়ায় জন্য তৈরি হাবাস। 
  • Link to this news (আজকাল)