• "একটাও রান করেনি", প্রাক্তন ক্রিকেটারের কটাক্ষের মুখে রোহিত...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এক বছর পর টি-২০ ক্রিকেটে প্রত্যাবর্তন। উল্লেখযোগ্য দূর অস্ত, মনে রাখতে চাইবেন না রোহিত শর্মা। দুই ম্যাচে রানের খাতা খুলতে পারেনি ভারত অধিনায়ক। প্রথম টি-২০ তে শুরুতেই রান আউট হওয়ার পর শুভমন গিলের ওপর ক্ষোভ উগড়ে দেন। দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই বোল্ড। তাঁর ক্ষমতা নিয়ে কোনও সন্দেহ না থাকলেও, রোহিতের শট বাছাই নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। ফারুকির প্রথম বলেই স্টেপ আউট করে বড় শট খেলার চেষ্টা করেন। কিন্তু মিস করায় সেটা সরাসরি স্ট্যাম্পে লাগে। এই নিয়ে ভারতের নেতাকে কটাক্ষ করতে ছাড়েনি প্রাক্তনী। আকাশ চোপড়া বলেন, "এভাবে রোহিতকে আউট হতে দেখে অবাক। সবে প্রথম বল ছিল। এইধরনের শট ও মারে না। বল সরাসরি ওর স্ট্যাম্পে লাগে। প্রথম ম্যাচে রান আউট হয়। এই ম্যাচেও শূন্যতে ফেরে। সিরিজে এখনও একটাও রান করেনি। রান আউটের ক্ষেত্রে ওর কোনও দোষ ছিল না। তবে এদিনের শট বাছাইয়ে অবশ্যই ভুল ছিল। রোহিত শর্মার ফর্ম এবং ক্ষমতা নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। তবে আইপিএলে ওকে ফর্মে থাকতে হবে। আমার মনে হয়, ও এভাবেই ব্যাট করবে। শুরুতে ওর ব্যাট থেকে ৩৮-৪০ রান প্রয়োজন। যেমন বিশ্বকাপে করছিল।" টি-২০ বিশ্বকাপের আর পাঁচ মাসও বাকি নেই। ওপেনার স্পটের জন্য রোহিতের সঙ্গে লড়াইয়ে থাকবেন শুভমন গিল,‌ যশস্বী জয়েসওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়। তাই আইপিএলে ছন্দে থাকতে চাইবেন রোহিত। অন্যদিকে একবছর পর টি-২০ ক্রিকেটে ফিরে আগ্রাসী মনোভাব দেখান বিরাট কোহলিও। 
  • Link to this news (আজকাল)