• ‌ইন্ডিগোর পরিষেবা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ গত কয়েকদিন ধরে ইন্ডিগো বিমানের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে বিষয়টি নিয়ে ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন এবং অসামরিক বিমান মন্ত্রকের সচিবকে চিঠি লিখেছেন। ইন্ডিগোর বিমান পরিষেবা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সাকেত গোখলের অভিযোগ, ‘‌গত ১৩ এবং ১৪ জানুয়ারি ইন্ডিগো বিমানের ব্যাপক বিলম্বের জন্য যাত্রীদের সমূহ সমস্যা তৈরি হয়েছে। বিমান সংস্থাটি এই বিলম্বের জন্য যাত্রীদের আগে থেকে কোনওরকম তথ্য দেয়নি বা কেন বিলম্বিত হচ্ছে সেই কারণও উল্লেখ করেনি।’‌ সাকেত আরও জানিয়েছেন, ১৩ জানুয়ারি কলকাতা যাওয়ার সময় এবং ১৪ জানুয়ারি কলকাতা থেকে দিল্লি ফেরত আসার সময়েও সমস্যার মধ্যে পড়েছেন তিনি নিজে। বিমান সংস্থার তরফে বিভিন্নভাবে দাবি করা হয়েছে, ‘‌ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়ান বিলম্বিত হচ্ছে।’‌ যদিও সেই যুক্তি মানতে নারাজ তৃণমূল সাংসদ। তাঁর দাবি, ‘‌শুধুমাত্র উত্তর ভারতের আবহাওয়াকেই এর জন্য দায়ী করা যায় না। কারণ, সারা ভারতেই এই সমস্যা দেখা যাচ্ছে।’‌ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন সাকেত। তাঁর অভিযোগ, ‘‌এটা খুবই উদ্বেগের বিষয় যে, ডিজিসিএ এবং অসামরিক বিমান মন্ত্রক বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করছে না।’‌ কেন ১৩ এবং ১৪ জানুয়ারি ইন্ডিগোর উড়ান পরিষেবা বিলম্বিত হয়েছে এবং সেই বিষয়টি সম্পর্কে যাত্রীদের আগে থেকে সতর্ক করা হয়নি, সেই প্রশ্নের জবাব চেয়েছেন সাকেত গোখলে।
  • Link to this news (আজকাল)