• ‌ অযোধ্যায় তৈরি হচ্ছে সাত তারা হোটেল, পরিবেশন করা হবে শুধু নিরামিষ খাবার...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অযোধ্যায় তৈরি হতে চলেছে সাত তারা নিরামিষ হোটেল। গোটা ভারতে এই প্রথম। এমন কোনও সাত তারা হোটেল যেখানে শুধু নিরামিষ খাবার পরিবেশন করা হবে। এছাড়া অযোধ্যায় একটি পাঁচ তারা হোটেল তৈরির প্রস্তাব দিয়েছে মুম্বইয়ের একটি রিয়েল এস্টেট ফার্ম। সরযু নদীর তীরে ১১০টিরও বেশি ছোট–বড় হোটেল মালিক জমি কিনছেন হোটেল তৈরির জন্য। একটি সোলার পার্কও তৈরি করা হচ্ছে। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ওইদিন থেকে অযোধ্যায় একটি আবাসন প্রকল্প নির্মাণের কাজও শুরু হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, অযোধ্যায় যে টেন্ট সিটি বা তাঁবু শহর তৈর করা হয়েছে, সেখানে একসঙ্গে ৫০,০০০ ভক্ত থাকতে পারবেন। অযোধ্যাকে বারাণসী, গোরখপুর, লখনউ এবং প্রয়াগরাজের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি গ্রিন করিডর তৈরির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও অযোধ্যায় একটি নতুন বিমানবন্দর তৈরি করা হয়েছে। সংস্কার করা হয়েছে রেলস্টেশনও। আগামী শুক্রবার লখনউ থেকে একটি হেলিকপ্টার পরিষেবাও শুরু হবে। মন্দির থেকে মাত্র ১৫ মিনিট দূরে তৈরি হচ্ছে বিলাসবহুল আবাসন ‘দ্য সরযু’। তৈরি করছে মুম্বইয়ের ‘দ্য হাউস অফ অভিনন্দন লোধা’ সংস্থা। সবমিলিয়ে অযোধ্যাকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে। 
  • Link to this news (আজকাল)