• ‌‌‌১৩ বছর আগে হারিয়ে যাওয়া স্ত্রীকে স্বামীর কাছে ফিরিয়ে দিল গঙ্গাসাগর মেলা...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • তীর্থঙ্কর দাস: ১৩ বছর আগে হারিয়ে যাওয়া বউকে ফিরে পেলেন স্বামী। গঙ্গাসাগর মেলায় এবার পুণ্যার্থীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। এরই মধ্যে ঘটে গেছে অবাক করা এক ঘটনা। ১৩ বছর আগে হারিয়ে যাওয়া স্ত্রীকে গঙ্গাসাগরে ফিরে পেলেন স্বামী। ছত্তিশগড়ের বাসিন্দা ১৩ বছর আগে কলকাতায় গিয়েছিলেন চিকিৎসা করাতে। ২০১০ সালে ২৭ বছর বয়সী গুবারি তার ১১ বছরের ছেলে এবং স্বামী ললিদের সঙ্গে কলকাতায় আসেন। শহরের ভিড়ে হারিয়ে যান স্বামী–স্ত্রী। দমদম বিমানবন্দরের সামনে থেকে গুবারিকে উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করায় পুলিশ। মানসিক অবস্থার অবনতি ঘটার ফলে ছত্রিশগড়ের বাসিন্দা পুলিশকে তার বাড়ির ঠিকানা বলতে পারেননি না। মাত্র দু’‌মাস আগে গুবারি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন। পুলিশকে তার বাড়ির ঠিকানা বলেন। এরপরই পুলিশ মহিলার বাড়ি খুঁজতে শুরু করে। এরই মধ্যে গঙ্গাসাগর মেলায় আচমকাই স্ত্রীর সঙ্গে দেখা হয় স্বামী ললিতের। 
  • Link to this news (আজকাল)