• ‌নজরদারি চালাতে গিয়ে ঘুড়ির সঙ্গে প্যাঁচ,‌ কুপোকাৎ পুলিশের ড্রোন...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ ভোকাট্টা আমাদের খুবই পরিচিত শব্দ। সাধারণত ঘুড়িতে ঘুড়িতে প্যাচের সময় একটা ঘুড়ি কেটে গেলে এটা শোনা যায়। তবে ঘুড়ির সঙ্গে ড্রোনের প্যাঁচ‌!‌ আর পেট কাটি, চাঁদিয়ালের দাপটে ভোকাট্টা ড্রোন। এমনটা আগে শোনা যায়নি। সোমবার এমনই অবাক করা ঘটনা ঘটেছে শ্রীরামপুর পাঁচু বাবুর বাজার এলাকায়। সেখানে রেল ব্রীজের উপর ঘুড়ির প্যাঁচ খেলা চলছিল। নজরদারি চালাতে গিয়ে সেই প্যাঁচে পরে পুলিশের ড্রোন। প্যাঁচ চলাকালীন ঘুড়ির নানান কসরতের মাঝে পরে তালগোল হারিয়ে যায় ড্রোনের। মুখ থুবড়ে পরে মাটিতে। চার দিক থেকে ভেসে আসে ভোকাট্টা শব্দ। প্রসঙ্গত, পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর প্রাচীন রেওয়াজ আজও অব্যাহত রয়েছে হুগলির বিভিন্ন জায়গায়। সোমবার সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ। ঘুড়ির কল খাটিয়ে অপেক্ষায় ছিল সবাই। নজর ছিল কখন আকাশ পরিষ্কার হয় সেদিকে। বেলা গড়াতেই রোদের দেখা মেলে। পেট কাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা, চাপরাস ইত্যাদি শয়ে শয়ে ঘুড়ির ঝাঁকে ছেয়ে যায় শ্রীরামপুরের আকাশ। একইসঙ্গে ঘুড়ি ওড়াতে নাইলন সুতো বা চীনা মাঞ্জার ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে তৎপর পুলিশ প্রশাসনের তরফে শুরু হয় নজরদারি। এর আগে বিদ্যুতের তারে চীনা সুতো আটকে অনেক দুর্ঘটনা ঘটেছে। চীনা প্লাস্টিকের সুতোয় জড়িয়ে শ্রীরামপুর রেল ব্রিজের উপর দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। তাই এদিন আগে থেকেই চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছিল। পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়াতে চীনা সুতোর ব্যবহার বা কেউ নিয়ম ভাঙছে কি না তা দেখতে শ্রীরামপুর থানার তরফে ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি চালানো হচ্ছিল। হঠাৎ পুলিশের সেই ড্রোনকেই প্যাঁচে ফেলে ভোকাট্টা করে দেয় ঘুড়ি উড়িয়েরা। শ্রীরামপুর পুরসভার কাউন্সিলর গৌর মোহন দে বলেছেন, ‘‌চীনা সুতোয় এর আগে শ্রীরামপুরে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ এদিন ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছিল। কিছু ছেলে সেই ড্রোনকেই প্যাঁচে ফেলে দেয়।’‌ এদিকে, গত শনিবার শেওড়াফুলি বাজারে অভিযান চালিয়ে বেশ কিছু চীনা সুতো আটক করে শ্রীরামপুর থানার পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে ঘুড়ির নাইলন সুতো বিক্রেতাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (আজকাল)