• গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীর সংখ্যা ছাড়াল এক কোটি
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • ‌‌তীর্থঙ্কর দাস:‌ এবছর গঙ্গাসাগর মেলা ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিল। আগত পুণ্যার্থীর সংখ্যা ছাড়াল এক কোটি। সোমবার দুপুর তিনটে পর্যন্ত গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটি। গঙ্গাসাগর মেলায় কপিলমুনি মন্দিরের পুজো সরাসরি সম্প্রচার করার জন্য বসানো হয়েছে ১৯টি জায়ান্ট স্ক্রিন। রাখা হয়েছে ৮টি এলইডি ভ্যান। জানা গেছে, ১২,৮৭৩ জন তীর্থযাত্রী আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় ১২,৮১৭ জনকে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। সাত জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ার লিফ্টের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সোমবার পর্যন্ত ৩৪১টি পকেটমারির ঘটনা ঘটেছে। যার মধ্যে ৩৩২টি ক্ষেত্রে হারিয়ে যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গঙ্গাসাগর মেলাকে পরিবেশবান্ধব রাখতে শৌচালয়ের ডাস্টবিনগুলিতে প্রায় ১৩৯২ লিটার পরিবেশ বান্ধব জীবানুনাশক হারবাল স্প্রে ছড়ানো হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় হতে চলেছে স্বচ্ছ গঙ্গাসাগর অভিযান।
  • Link to this news (আজকাল)