• নেতাইকাণ্ডে জামিন পেলেন অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাট
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জামিন পেলেন নেতাইকাণ্ডের অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাট। সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। নেতাইকাণ্ডের ঘটনায় রথীন দণ্ডপাটের বাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। সিবিআইয়োর হাতে গ্রেপ্তার হন তিনি। এর আগে এই মামলায় একাধিকবার জামিনের আবেদন করেন তিনি। শুনানির সময় খারিজ হয়ে যায় জামিনের আবেদন। সোমবারের শুনানিতে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, প্রয়োজনীয় সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে এই মামলায়। নেওয়া হয়েছে সাক্ষ্যপ্রমাণও। সে কারণেই জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে রথীনের। ঘটনার প্রায় ১০ বছর পর জামিন পেলেন নেতাই কাণ্ডের অন্যতম অভিযুক্ত। উল্লেখ্য, ২০১৪ সালে নেতাইয়ের সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। আহত হন ২৮ জন। বিরোধীদের দাবি, রথীনের বাড়িতে অস্ত্র ভাণ্ডার মজুত ছিল। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এখনও পর্যন্ত তদন্ত চললও জামিন পেলেন ঘটনার অন্যতম অভিযুক্ত।
  • Link to this news (আজকাল)