• কৃষকদের বিক্ষোভে অচল বার্লিন, রাস্তা জুড়ে শুধুই ট্রাক্টর...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ট্রাক্টর নিয়ে কৃষকদের বিক্ষোভে বিপর্যস্ত বার্লিনের জনজীবন। হাজার হাজার জার্মান কৃষক, ট্রাক চালক ও কৃষি শ্রমিক ট্রাক্টর ও ভারী যন্ত্রপাতিসহ বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে বিক্ষোভ শুরু করেছেন। ডিজেলের ওপর থেকে কর ছাড় তুলে নেওয়ায় কৃষকদের এই বিক্ষোভ। অন্তত তিন হাজার ট্রাক্টর এই বিক্ষোভে যোগ দিয়েছে। ফলে শহরের সব রাস্তা প্রায় অবরুদ্ধ। ভর্তুকি তুলে নেওয়ার যে পরিবকল্পনা চ্যান্সেলর ওলাফ শলৎস করেছেন, তার বিরুদ্ধে প্রায় ১০ হাজার লোক আন্দোলনে যোগ দিয়েছেন। পুলিশের ধারণা, আরও বেশি কৃষক বিক্ষোভে অংশ নিতে পারেন। পরিস্থিতি সামলাতে ১,৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধেয় রাজধানীর সরকারি জেলায় বিক্ষোভ অঞ্চলে পুলিশ ট্রাক্টর প্রবেশ বন্ধ করে দেয়। গত সপ্তাহে কৃষকেরা জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। যার জের যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। 
  • Link to this news (আজকাল)