• আইসল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ৪০০০ মানুষ...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্রিনদাভিকে অগ্ন্যুৎপাত। জানা গিয়েছে, অগ্ন্যুৎপাতের পর গ্রিন্ডাভিক শহরে ছড়িয়ে পড়ে জ্বলন্ত লাভা। আগুন লেগে যায় আশেপাশের বাড়িগুলিতে। সরিয়ে নিয়ে যাওয়া হয় ৪০০০ বাসিন্দাকে। অগ্ন্যুৎপাতের কারণে রাতভর শহরটিতে অনুভূত হয় ভূমিকম্প। আগ্নেয়গিরি থেকে কমলা রঙের লাভার উদ্গিরণ হয়ে সেগুলি ছড়িয়ে পড়ে শহরে। আইসল্যান্ডের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন সাধারণ মানুষকে একসঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার কথা বলেছেন। ঘরছাড়া হওয়া মানুষদের সমবেদনা জানিয়েছেন তিনি। গত দু’বছরে আইসল্যান্ডে এই নিয়ে পঞ্চমবার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল। গত বছরের ডিসেম্বরে শেষবার অগ্ন্যুৎপাত হয়েছিল এই এলাকায়।
  • Link to this news (আজকাল)