• ফিফার ‘‌দ্য বেস্ট’‌ খেতাব মেসির দখলে
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ফিফার ‘‌দ্য বেস্ট’‌ ফুটবলার (‌পুরুষ)‌ ২০২৩ নির্বাচিত হলেন লিওনেল মেসি। ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। ছেলেদের ‘দ্য বেস্ট’ বেছে নেওয়ার জন্য ভোট দেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তরা। দৌড়ে ছিলেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপেও। কিন্তু দু’‌জনকে টপকে যান মেসি। প্রসঙ্গত মেসি ও হালান্ড দু’‌জনেই পান ৪৮ পয়েন্ট। জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকার সুবাদে মেসি হন সেরা। তবে মেসির ‘‌দ্য বেস্ট’‌ হওয়া নিয়ে রয়েছে বিতর্ক। এই নিয় তৃতীয়বার এই খেতাব জিতলেন মেসি। সোমবার রাতের অনুষ্ঠানে মেসি ছিলেন না। তাঁর হয়ে পুরস্কার নেন থিয়েরি অরিঁ। এদিকে, ছেলেদের ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার ওঠে পেপ গুয়ার্দিওলার হাতে। মহিলাদের বিভাগে ‘দ্য বেস্ট’ কোচ হন সারিনা ভাইগমান। পুরুষদের বিভাগে ‘দ্য বেস্ট’ গোলকিপার হন এডারসন। ফিফা ফেয়ারপ্লে পুরস্কার পেয়েছে ব্রাজিল। মহিলাদের বিভাগে ‘দ্য বেস্ট’ গোলকিপার মেরি আর্পস। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন তিনি। সেরা গোলের জন্য পুসকাস পুরস্কার পান গিলের্মে মাদুরগা। মহিলাদের ফিফা ‘দ্য বেস্ট’ হয়েছেন আইতানা বোনমাতি। ফিফা ফ্যান পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার ক্লাব কোলনের সমর্থক হুগো দানিয়েল ইনিগুয়েজ। 
  • Link to this news (আজকাল)