• ইস্টবেঙ্গলে প্রথম মহিলা বিদেশি, আই লিগে খেলবেন বাংলাদেশের সঞ্জিদা ...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলে এবার প্রথম মহিলা বিদেশি ফুটবলার। লাল হলুদে যোগ দিলেন বাংলাদেশের সঞ্জিদা আক্তার। ইস্টবেঙ্গলের হয়ে মেয়েদের আই লিগে খেলবেন তিনি। মূলত উইঙ্গার, মাঝমাঠেও খেলতে পারেন। সঞ্জিদার কলকাতার প্রধানে খেলার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেয়েদের বিভাগের প্রধান মহফুজা আক্তার কিরণ। সোমবার কলকাতায় পৌঁছে গিয়েছেন ২২ বছরের বাংলাদেশি ফুটবলার। এই প্রথম দেশের বাইরে কোনও দলে খেলবেন তিনি। বাংলাদেশ থেকে দু"জন মহিলা ফুটবলার এসেছে ভারতে খেলতে। তারমধ্যে রয়েছেন সাবিনা খাতুনও। তিনি বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক। সাবিনা খেলবেন বেঙ্গালুরুর একটি দলের হয়ে। মেয়েদের আই লিগে খুব ভাল জায়গায় নেই ইস্টবেঙ্গল। চারটের মধ্যে তিনটিতেই হেরেছে। সাত দলের মধ্যে পাঁচ নম্বরে লাল হলুদ। ১৮ জানুয়ারি ওড়িশার বিরুদ্ধে লাল হলুদ জার্সিতে হাতেখড়ি হবে সঞ্জিদার। তাঁর অন্তর্ভুক্তিতে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী কর্তারা। তবে মহিলাদের মধ্যে তিনি প্রথম বিদেশি হলেও এর আগে বাংলাদেশের ফুটবলাররা ইস্টবেঙ্গলে খেলে গিয়েছে। এই তালিকায় রয়েছেন মুন্না, রুমি, গাউসরা।‌‌ মাঝে একটা দীর্ঘ সময় ওপার বাংলার কোনও দলের সঙ্গে ফুটবলার আদানপ্রদান হয়নি। কিন্তু এবার বাংলাদেশের উইঙ্গারকে পেতে আগ্রহ দেখায় ইস্টবেঙ্গল। 
  • Link to this news (আজকাল)