• ‌ফারাক্কায় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ‌ফারাক্কায় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। সোমবার সন্ধেয় মুর্শিদাবাদের ফারাক্কা থানার ফারাক্কা বাঁধ প্রকল্প আবাসনের ৮ নম্বর ব্লকের ফিডার ক্যানেল সংলগ্ন এলাকা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম পাপ্পু দাস (১৮)। বাড়ি ফারাক্কা বাঁধ প্রকল্প আবাসনের নয় নম্বর ব্লকে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ দিন ধরে নিখোঁজ ছিল পাপ্পু। সোমবার সন্ধে নাগাদ ফারাক্কা থানার পুলিশ খবর পায় ঘোড়াইপাড়া এবং নিশিন্দ্রা নৌকা ঘাটের মাঝে আট নম্বর ব্লকের ফিডার ক্যানেলের ধারে একটি জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে পাপ্পু দাসের দেহ। ফারাক্কা থানার পুলিশ এলাকায় পৌঁছে পাপ্পুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবককে খুন করার পর পরিকল্পিতভাবে তার দেহটি জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। অনুমান, সাত দিন ধরে জঙ্গলের মধ্যে পড়ে থাকায় শিয়াল এবং অন্য জন্তুরা ওই যুবকের দেহের একাধিক অংশ খুবলে খেয়েছে। পুলিশ মৃত যুবকের গলায় এবং মুখে গভীর ক্ষতচিহ্ন পেয়েছে। মৃত যুবকের পরিবার জানিয়েছে, ৮ জানুয়ারি সন্ধে থেকে পাপ্পুর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনও ছিল বন্ধ। ১১ জানুয়ারি পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই যুবকের মোবাইলে অনলাইন গেম খেলায় আসক্তি ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)