• চিনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু পঞ্চম শ্রেণির ছাত্রের, আহত ৫ ...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ানোর উৎসবে বিপত্তি। চিনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক ছাত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। মৃতের নাম, সুরেন্দ্র ভীল। সোমবার বিকেলে বাড়ির ছাদে উঠে বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছিল ১২ বছরের ওই কিশোর। আচমকা ঘুড়ির চিনা মাঞ্জায় গলায় কেটে গুরুতর আহত হয় সুরেন্দ্র। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কোটাতেই চিনা মাঞ্জা গলায় জড়িয়ে গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। যাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। সোমবার থেকে এখনও পর্যন্ত ঘুড়ির চিনা মাঞ্জায় প্রাণ হারিয়েছে ৭টি পাখি, আহত হয়েছে ৩৪। মকর সংক্রান্তির আগেই চিনা মাঞ্জায় নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। সেই নিষেধাজ্ঞা উড়িয়ে দেদার বিক্রি হয়েছে চিনা মাঞ্জা।
  • Link to this news (আজকাল)