• এখনই সমীক্ষা নয় শাহী ইদগাহ মসজিদে, জানিয়ে দিল শীর্ষ আদালত ...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শাহী ইদগাহ মসজিদ নিয়ে শীর্ষ আদালত কী রায় দেয়, সেদিকেই নজর ছিল সব পক্ষের। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এখনই বৈজ্ঞানিক সমীক্ষা নয় মথুরার শাহী ইদগাহ মসজিদে। এর আগে এই মামলায় এলাহবাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সমীক্ষা করা হবে সেখানে, এবং তার জন্য নিযুক্ত করা হবে এক পরিদর্শক। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এখনই প্রয়োজন নেই তার। উল্লেখ্য, শাহী ইদ্গাহ মসজিদ নিয়ে বিতর্ক বহু দিনের। একপক্ষের দাবি, ওই স্থান ভগবান শ্রী কৃষ্ণের জন্মস্থান। পরে সেই জায়গাতেই বানানো হয় মসজিদ। বহু বছর ধরেই মামলা চলছে শাহী ইদগাহ নিয়ে। মামলায় ইদগাহ মসজিদে সমীক্ষা চালানোর জন্য, একজন পর্যবেক্ষককে নিয়গ করার নির্দেশ দিয়েছিল এলাহবাদ আদালত। যদিও সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, এলাহবাদ আদালতের ওই নির্দেশের কারণ অস্পষ্ট। এদিন শীর্ষ আদালত বলে, একজনকে কেন নিয়োগ করা হবে, সেই কারণ স্পষ্ট হতে হবে। সবকিছু দেখভাল আদালতের ওপর ছেড়ে দেওয়া উচিত নয় বলেও জানানো হয়েছে ।
  • Link to this news (আজকাল)