• ‘অটল সেতু’ পিকনিক স্পট নয়: মুম্বই পুলিশ
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অটল সেতু পিকনিক স্পট নয়। এখানে গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলা এবং একে পিকনিট স্পট হিসাবে যদি কেউ ব্যবহার করেন তবে তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হবে। অটল সেতু নিয়ে এমনই কড়া পদক্ষেপ নিল মুম্বই পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অটল সেতুর উদ্বোধন করেছেন। তবে এরপর থেকেই এটি একটি পিকনিক স্পটে পরিণত হয়েছে। মানুষ এখানে এসে গাড়ি থামিয়ে দেদার ছবি তুলছেন। পাশাপাশি সেতুর বিভিন্ন অংশে খাবার ফেলেও নোংরা করছেন। সামাজিক মাধ্যমে সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। এরপরই এই কড়া পদক্ষেপ নিল মুম্বই পুলিশ। প্রধানত মুম্বই এবং নভি মুম্বইয়ের মধ্যে দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যমের জন্য করা হয়েছে এই অটল সেতু। বিভিন্ন সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে অনেকেই মুম্বই পুলিশকে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছেন। প্রসঙ্গত, অটল সেতু তৈরিতে খরচ পড়েছে ১৭ হাজার ৮৪০ কোটি টাকা। সমুদ্রের উপর তৈরি করা এই সেতুটির ছটি লেন রয়েছে। সমুদ্রের উপর এই সেতুর দৈর্ঘ্য ১৬ দশমিক ৫ কিলোমিটার। দু-চাকা, অটো রিক্সা, ট্রাক্টর, পশুবাহিত গাড়ি এবং ধীরে চলা গাড়ি বারণ রয়েছে এই সেতুতে। কিন্তু সেসবকে তোয়াক্কা না করে অনেকেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছেন। তাই এবার কড়া পদক্ষেপ নিল মুম্বই পুলিশ। 
  • Link to this news (আজকাল)