• রামমন্দির উদ্বোধনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান, মন্দির চত্বরে বাজবে ভারতীয় ধ্রূপদী বাদ্যযন্ত্র ...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রামমন্দিরের উদ্বোধন ২২ জানুয়ারি। তার আগে সাজো সাজো রব অযোধ্যায়। রামলালার মূর্তি প্রতিষ্ঠার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাম মন্দিরের উদ্বোধনের আগে এক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান অযোধ্যায়। ১৬ থেকে ২২ জানুয়ারি একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দশবিধ স্নান, রাম লালার শোভাযাত্রা মাতৃকা পুজো, ব্রাহ্মণ বরণ, বাস্তুপুজো সহ একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২২জানুয়ারির অনুষ্ঠানে অযোধ্যায় উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রথম সারির একাধিক নেতা নেত্রী সহ বহু বিশিষ্ট জন। শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট জানিয়েছে ২২ তারিখ মন্দির চত্বরে বাজানো হবে ভারতীয় ধ্রূপদী বাদ্যযন্ত্র। দেশের নানা অঞ্চলের সঙ্গীর শিল্পীদের বেছে নেওয়া হয়েছে। তাঁরা নানা ধরণের ধ্রূপদী বাদ্যযন্ত্র বাজাবেন বিশেষ দিনে। রামমন্দির উদ্বোধনের আয়োজনের পাশাপাশি জোর চর্চা দেশ জুড়ে। কংগ্রেস এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে না বলেও জানিয়ে দিয়েছে ইতিমধ্যে। অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন নিয়েও ইতিমধ্যে চর্চা চলছে।
  • Link to this news (আজকাল)