• প্রশিক্ষিত নার্সের সংখ্যা বাড়াতে উদ্যোগ রাজ্য সরকারের
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রশিক্ষিত নার্সের সংখ্যা বাড়াতে রাজ্য সরকার ১৬টি সরকারি হাসপাতালের পরিকাঠামোকে কাজে লাগিয়ে বেসরকারি নার্সিং ট্রেনিং কলেজ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। উপযুক্ত পরিকাঠামো রয়েছে, এমন হাসপাতালগুলিকে চিহ্নিত করার জন্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে জেলা থেকে রিপোর্ট তলব করেছে।  সেই রিপোর্ট অনুযায়ী যে ১৬টি সরকারি হাসপাতালের নাম প্রস্তাব করা হয়েছে, সেগুলি হল, কলকাতার বিসি রায় শিশু হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং শ্রীরামপুর ওয়ালস, গঙ্গারামপুর, ছাতনা, বনগাঁ, কালনা, ইসলামপুর, বারুইপুর, মালবাজার, ফালাকাটা, বড়জোড়া, গোপীবল্লভপুর, শালবনি, ডেবরা ও হলদিয়া সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালগুলিতে নার্সিং ট্রেনিং কলেজ গড়ে তোলার জন্য আগ্রহী বেসরকারি সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হবে আগামী ২৪শে জানুয়ারি। তার আগে ১৮ই জানুয়ারি আগ্রহী সংস্থাগুলিকে স্বাস্থ‌্যভবনে আলোচনার জন্য ডাকা হয়েছে।
  • Link to this news (আজকাল)