• ‌সন্দেশখালি কাণ্ডে ধৃত আরও তিন, ইডির উপর হামলার ঘটনায় পুলিশের জালে এখনও অবধি সাত জন...
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সন্দেশখালি কাণ্ডে ধৃত আরও তিন। ইডির উপর হামলার অভিযোগে এখনও অবধি গ্রেপ্তার করা হল সাত জনকে। ঘটনার এক সপ্তাহ পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে গত বৃহস্পতিবার ভোরে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার পর রবিবার মিনাখাঁর খড়িবেরিয়া এবং ন্যাজাট থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ধৃতরা সকলেই ন্যাজাট থানা এলাকার বাসিন্দা। সূত্রের খবর, মঙ্গলবার ভোরবেলা ন্যাজাটের বড় আটঘরা থেকে গ্রেপ্তার করা হয় এনামুল শেখ, আজিজুল শেখকে। অপর ধৃত হাজিনুর শেখকে গ্রেপ্তার করা হয়েছে শেখপাড়া থেকে। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। রেশন দু্র্নীতিকাণ্ডের সূত্র ধরেই এই হানা। কিন্তু সেখানে ইডি আধিকারিকরা বিক্ষোভের মুখে পড়েন। গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খাওয়ার অভিযোগ ওঠে। তিন জন আধিকারিককে হাসপাতালে ভর্তি করাতে হয়। এই ঘটনায় সন্দেশখালির ন্যাজাট থানায় পর পর তিনটি এফআইআর দায়ের হয়। ইডি একটি এফআইআর দায়ের করে। একটি এফআইআর করা হয় পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত ভাবে। এ ছাড়া, ইডি আধিকারিকদের বিরুদ্ধে মহিলা ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে একটি এফআইআর দায়ের হয় একই থানায়। যদিও শেখ শাহজাহান এখনও বেপাত্তা। সোমবার আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আইনজীবী মারফত তিনি হাইকোর্টকে জানান, সন্দেশখালির মামলায় যুক্ত হতে চান। ঠিক তার পরের দিন ইডির উপর হামলার ঘটনায় আরও তিন জনকে গ্রেপ্তার করা হল। 
  • Link to this news (আজকাল)