• রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না: মমতা
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রক্ত থাকতে দক্ষিণেশ্বরে "স্কাই ওয়াক" ভাঙতে দেব না। দক্ষিণেশ্বরে মেট্রো রেলের সম্প্রসারণ নিয়ে রেলের তরফে রাজ্যকে চিঠি এবং তার পরেই একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই তাঁর এই বক্তব্য ঘিরে রাজ্যে কেন্দ্র-রাজ্য সংঘাত নিয়ে ফের একটি নতুন অধ্যায়ের সূচনা হল বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে মমতা জানিয়েছেন, বেহালা মেট্রোর সম্প্রসারণের জন্য তিনি কোনওভাবেই আলিপুর "বডিগার্ড লাইনস"ও ভাঙতে দেবেন না। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "দক্ষিণেশ্বরের স্কাইওয়াক হৃদয়ের মণিমুক্তো। পুলিশের হৃদয়ের মণিকোঠায় আলিপুর বডিগার্ড লাইন্স।" গত নভেম্বরে দক্ষিণেশ্বরে মেট্রো সম্প্রসারণের জন্য রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল-এর তরফে রাজ্যকে চিঠি দেওয়া হয়। কিন্তু এদিন মমতা সাফ জানিয়ে দেন সম্প্রসারণের জন্য কিছুতেই স্কাইওয়াকে হাত দিতে দেবেন না। তাঁর কথায়, স্কাইওয়াক যেখানে তৈরি হয়েছে সেখানে আগে অনেক হকার ছিলেন। তাঁদেরকে বুঝিয়ে জায়গা পরিবর্তন করা হয়েছে। দক্ষিণেশ্বর মন্দির যেতে যে যানজটের সমস্যা ছিল সেই সমস্যা সমাধানের জন্যই এই স্কাইওয়াক তৈরি করা হয়েছে। পাশাপাশি তাঁর পরামর্শ, মেট্রো যেন তাদের কাজের জন্য স্কাইওয়াকের উল্টোদিকের জমি ব্যবহার করে। রেলমন্ত্রী থাকাকালীন তিনি কীভাবে রাজ্য সহ দিল্লি মেট্রো ও দেশের অন্যান্য রেলওয়ে প্রকল্পগুলি করেছিলেন এদিন তাঁর উদাহরণ দিয়ে রাজ্যের ক্ষেত্রে মমতা বলেন, "মেট্রোর প্রতিটি প্রকল্প আমার করা। মেট্রো চিঠি দিয়ে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের জায়গা বদলাতে বলেছে। আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙতে দেব না।" সেইসঙ্গে তিনি জানান, "আমায় বললে রুট বানিয়ে দেব।" এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে ঠুকে মমতা বলেন, "বিজেপি আবার ধর্মস্থান নিয়ে বড় বড় কথা বলে।" মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এদিন মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে আমি কোনও কথা বলব না। তবে আমরা আশাবাদী আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান হবে।"
  • Link to this news (আজকাল)