• 'ওটা মোদীর ফাংশন, ইন্টারেস্টেড নই,' রাম মন্দির নিয়ে কটাক্ষ রাহুলের
    আজ তক | ১৬ জানুয়ারি ২০২৪
  • রামমন্দির উদ্বোধনকে 'মোদীর অনুষ্ঠান(মোদী কা ফাংশান)' বললেন রাহুল গান্ধী। মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখনই এই মন্তব্য করেন রাহুল। 

    কংগ্রেস নেতা বলেন, 'RSS আর BJP ২২ জানুয়ারির অনুষ্ঠানকে সম্পূর্ণ রাজনৈতিক, নরেন্দ্র মোদী অনুষ্ঠানে পরিণত করেছে। এটা RSS, BJP ফাংশন। আমার মনে হয়, সেই কারণেই কংগ্রেস সভাপতি এই অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়েছেন।'

    তিনি বলেন, 'আমরা সমস্ত ধর্ম, সমস্ত আচার-অনুষ্ঠানকে গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু হিন্দু ধর্মের সবচেয়ে বড় সংগঠনরাও বলছেন যে, ২২ জানুয়ারির অনুষ্ঠানকে তারা একটি রাজনৈতিক অনুষ্ঠান বলেই মনে করছে।'

    রাহুল আরও বলেন, 'তাই আমাদের পক্ষে প্রধানমন্ত্রী ও RSS-এর জন্য আয়োজিত কোনও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়াটা কঠিন।'

    আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা। তুঙ্গে প্রস্তুতি। অযোধ্যার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে ১১ দিনের 'যম নিয়ম' মেনে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার দিন সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। 

    কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী এবং কংগ্রেসের লোকসভা সাংসদ অধীররঞ্জন চৌধুরি রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখান করেছেন। রামমন্দিরের ধর্মীয় আবেগকে ব্যবহার করে লোকসভা ভোটের আগে রাজনৈতিক সুবিধা পেতে চাইছে বিজেপি, দাবি কংগ্রেস নেতৃত্বের। 
    প্রসঙ্গত উল্লেখ্য, মকর সংক্রান্তিতে উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রাই এবং অন্যান্য দলের নেতারা ১৫ জানুয়ারি অযোধ্যার সরযূ নদীতে স্নান করেন। এই বিষয়ে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি বলেন, 'ওঁরা বৃষ্টির ব্যাঙের মতো। রাজনীতির জন্য যে কোনও কিছু করতে পারে। এখন ওঁরা লোকের মন ভোলানোর রাজনীতি করকে আসছে।'

    তিনি আরও বলেন, 'এঁরাই একদিন ভগবান রামকে একটি কাল্পনিক চরিত্র বলেছিলেন। এখন তাঁরা জাগ্রত হচ্ছেন। সঠিক পথে চলতে শুরু করেছেন। এখন ওঁদের নিজেদের বিবেক বোধটাও শুদ্ধ করা উচিত,' বলেন তিনি।
  • Link to this news (আজ তক)