• চেনাই যায় না! তুষারপাতে সাদা হয়ে আছে নাথুলার পাহাড়ি পথ, ছাঙ্গু...
    ২৪ ঘন্টা | ১৬ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই সিজনের দ্বিতীয় তুষারপাত। এবার নাথুলায়। উত্তর সিকিমের নাথুলা, ভারত-চিনের সীমান্ত। সেখানে তীব্র ঠান্ডা এখন।

    আজ, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় নাথুলায় তুষারপাত শুরু হয়েছে। তারপর থেকে ঘণ্টাখানেক তা চলেছে। তুষারপাতের পরে গোটা এলাকাটি যেন সাদা চাদরে ঢাকা পড়েছে বলে মনে হচ্ছিল। একেবারে স্বর্গীয় এক পরিবেশ।প্রত্যেক পাহাড়প্রেমীই জীবনে একবার না একবার নাথুলা যেতে চান। নাথুলার ওই উচ্চতা, ওই রোমাঞ্চ, ওই সৌন্দর্য-- সবই টানে পর্যটকদের। এই অঞ্চলটি এখন ইকো-ট্যুরিজমের জন্য বিশিষ্ট। সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এখানে পৌঁছে যান পর্যটকেরা।নাথুলা অবশ্য বছরের এই সময়ের ট্যুরিস্ট স্পট নয়। ভয়ংকর ঠান্ডার জন্য সচরাচর এই সময়টায় কেউ যান না ওইদিকে। তবে আবহাওয়ার এই বদলে, তুষারপাতের খবর পেয়ে পর্যটকেরা দলে দলে ছুটছেন স্বর্গীয় এই দৃশ্যের সাক্ষী থাকতে। এর আগে, ক্রিসমাসের সময়ে এ অঞ্চলে তুষারপাত হয়েছিল। তখন প্রায় ২০০০ পর্যটক সেখানে আটকে পড়েছিলেন। ভারতীয় সেনা তাঁদের উদ্ধার করেছিল।
  • Link to this news (২৪ ঘন্টা)