• ঘন কুয়াশাই ডেকে আনল বিপদ, মর্মান্তিক মৃত্যু এসআইয়ের
    ২৪ ঘন্টা | ১৬ জানুয়ারি ২০২৪
  • প্রদ্যুত্ দাস: কয়েক দিন ধরে প্রবল ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গে। সঙ্গে প্রবল কুয়াশা। মঙ্গলবার সাতসকালে বেরিয়ে প্রাণ হারালেন এক পুলিস কর্মী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুয়াশার মধ্যে গাড়ি চালাতে গিয়ে ডিভাইডারে ধাক্ক মেরেই মৃত্যু হয়েছে পুলিসের ওই এসআইয়ের।

    মঙ্গলবার সাতসকালে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে জলপাইগুড়িতে। এদিন সকালে পুলিস কোয়ার্টার থেকে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন পুলিস লাইনে। সেখানে যাওয়ার পথে ঘন কুয়াশায় এসআই করুণা কান্ত রায়ের বাইক গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে।  গুরুতর জখম অবস্থায় সেখানেই তিনি পড়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে ধরাধরি করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে এলে তাঁকে  মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। করুাবাবুর বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। পুলিসের মমিটারিং সেলের ওসি ছিলেন তিনি।খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন পুলিস কর্মী ও করুণাবাবুর পরিবারের আত্মীয়রা। পরিবারের মানুষজনের দাবি, অন্য কোথাও চিকি্তিসার জন্য নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। ঘটনাস্থলেই করুণার মৃত্যু হয়েছিল।নিহত সাব ইন্সপেক্টরের শ্যালক হরেন রায় বলেন, বোনের খবর পেয়ে ছুটে আসি। পথেই ভাইয়ের ফোন পাই হাসপাতালে আসতে হবে। এসে দেখি সব শেষ। কী করে এমন দুর্ঘটনা ঘটল বুঝতে পারছি না। ২৬ জানুয়ারির প্রাকটিসের জন্য যাচ্ছিল। কোয়ার্টার থেকে পুলিস লাইনে যাচ্ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় করুনার। হাসপাতালে আনা হলে ওকে মৃত বলে ঘোষণা করা হয়। 
  • Link to this news (২৪ ঘন্টা)