• হার্দিকে মোহভঙ্গ বোর্ডের' বিকল্প হয়ে উঠছেন শিবম দুবে'
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হার্দিক পাণ্ডিয়ার ওপর থেকে কি ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড? কর্তাদের পদক্ষেপে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গতবছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না যশস্বী জয়েসওয়াল এবং শিবম দুবে। কিন্তু ২০২৩-২৪ এর চুক্তিতে তাঁরা থাকছে। শিবমের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। কারণ তিনি বোলিং অলরাউন্ডার। তাহলে হার্দিকের বিকল্প কি পেয়ে গেল ভারতীয় দল? এই বিষয়ে বোর্ডের এক কর্তা বলেন, "নির্বাচক কমিটি এবং ম্যানেজমেন্ট চাইছে শিবম আরও বল করুক। ব্যাটের পাশাপাশি কয়েক ওভার বল করে দিলে আমাদের বোলিং বিকল্প বাড়বে। সেক্ষেত্রে টি-২০ বিশ্বকাপে নিজের জায়গা পাকা করতে পারবে। হার্দিক চোটপ্রবণ। ওর বিকল্প হতে পারে শিবম।" চোটের জন্য হার্দিক অনেকদিন দলের বাইরে। ভারতীয় দলে যথার্থ একজন অলরাউন্ডারের অভাব অনুভূত হচ্ছিল। শিবম দুবের সাফল্য রোহিত শর্মার কপাল থেকে চিন্তার ভাঁজ অনেকটাই দূর করেছে। আফগানিস্তানের বিরুদ্ধে শিবমের পারফরমেন্স সন্তোষজনক। রোহিত তাঁকে ইন্দোরে বল করতেও ডেকেছিলেন। সেখানেও তিনি একটি উইকেট নেন। রোহিত শর্মা বলেন, "বর্তমানে ভারতীয় দলে কেউ অপরিহার্য নয়। একজনের বিকল্প হিসেবে আর একজন তৈরি হয়ে আছে।" বর্তমানে ভারতে প্রতিভাবান ক্রিকেটারের সংখ্যা অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আইপিএল ভারতীয় ক্রিকেটের মরা গাঙে জোয়ার এনেছে। অনেকে আবার বলছেন, প্রতিভা চিরকালই ছিল। প্রকাশের ক্ষেত্র ছিল না। আইপিএল সেই সুযোগটাই এনে দিয়েছে। যশস্বী জয়েসওয়াল, রিঙ্কু সিং, শিবম দুবে, মুকেশ কুমার, আবেশ খান, জীতেশ শর্মারা তারই প্রমাণ। 
  • Link to this news (আজকাল)