• বিশ্বের ২৭ নম্বরকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস ভারতের সুমিত নাগালের...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনে বড় অঘটন। বিশ্বব়্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে থাকা টেনিস তারকাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ভারতের সুমিত নাগাল। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে আলেকজান্ডার বুবলিককে হারিয়ে বিশ্বটেনিসকে চমকে দিলেন ভারতীয় টেনিস তারকা। ৩৫ বছরে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ডস্ল্যামে ব়্যাঙ্কিংয়ে থাকা কোনও টেনিস তারকাকে হারিয়ে ইতিহাস গড়লেন সুমিত। শেষবার ১৯৮৯ সালে বিশ্বের একনম্বর এবং অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ম্যাটস উইল্যান্ডারকে হারান রমেশ কৃষ্ণণ। এদিন ২ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে টুর্নামেন্টের ৩১ নম্বর বাছাইকে হারান সুমিত। ম্যাচের ফলাফল ৬-৪, ৬-২, ৭-৬। কোয়ালিফায়িং রাউন্ডে জিতে মূলপর্বে জায়গা করে নিয়েছিলেন নাগাল। এই প্রথম বিশ্ব ক্রমতালিকায় ৫০ এর মধ্যে থাকা কোনও টেনিস তারকাকে হারালেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার গ্র্যান্ডস্লামে প্রথম রাউন্ডের বাধা পেরোলেন। ২০২০ যুক্তরাষ্ট্র ওপেনে প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছিলেন। এর আগে বেশ কয়েকটা উল্লেখযোগ্য জয় পেয়েছেন। কিন্তু এটা সেরা। কেরিয়ারের শুরুতে বড় মাইলস্টোন ২৬ বছরের ভারতীয় টেনিস প্লেয়ারের। এই জয় ভারতীয় টেনিসের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতীয় টেনিসে নতুন দিগন্ত খুলে দিতে পারে। 
  • Link to this news (আজকাল)