• কুনো জাতীয় উদ্যানে আরও একটি চিতার মৃত্যু
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হল আরও একটি চিতার। এই নিয়ে এখানে ১০ টি চিতার মৃত্যু হল। নামিবিয়ান এই চিতার নাম ছিল শৌর্য। সরকারিভাবে জানানো হয়েছে মৃত চিতার ময়নাতদন্ত করা হবে। তারপরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনও পর্যন্ত কুনো জাতীয় উদ্যানে সাতটি প্রাপ্তবয়স্ক চিতা এবং তিনটি তিনটি শাবক চিতার মৃত্যু ঘটেছে। এদের সকলেরই নানা ধরণের সংক্রমণের শিকার হয়েছে বলেই জানা গিয়েছে। বিগত কয়েকদিন ধরেই শৌর্য বেশ দুর্বল ছিল বলেই জানিয়েছে কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বিগত বছরের ২ আগস্ট এখানে নবম চিতার মৃত্যু হয়েছিল। সেইসময় বর্ষার জন্য চিতাটির মৃত্যু ঘটেছিল বলেই জানিয়েছিল উদ্যান কর্তৃপক্ষ। ২০২২ সালে ২০ টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়। নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে এই চিতাগুলিকে নিয়ে আসা হয়েছিল। বিগত বছরের ১৭ সেপ্টেম্বর কুনো জাতীয় উদ্যানে এই চিতাগুলিকে ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর থেকে চারটি চিতার শাবক এখানে জন্ম নিয়েছে। কিন্তু তাঁদের মধ্যে তিনটি শাবকেরই মৃত্যু ঘটেছে। আগস্ট মাস পর্যন্ত ৬ টি প্রাপ্তবয়স্ক চিতার মৃত্যু ঘটেছিল। এরপর দশম চিতাটির মৃত্যু হল মঙ্গলবার। 
  • Link to this news (আজকাল)