• অযোধ্যার আগে অন্ধ্রপ্রদেশের রামায়ন-ভূমিতে মোদি
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন রাম মন্দিরের। শেষ মুহূর্তের প্রস্তুতি। এক সপ্তাহব্যাপী অযোধ্যায় নানাবিধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ২২ তারিখের অনুষ্ঠানে সেখানে হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী। তার আগে অন্ধ্রপ্রদেশের রামায়ন-ভূমিতে মোদি। জনশ্রুতি, অন্ধ্রের লেপাক্ষীতেই জটায়ু এবং ঈগল রাবনের সীতা হরণের পথে বাধা হয়েছিল। লেপাক্ষীর মন্দিরেই রবিবার গেলেন মোদি। মঙ্গলবার থেকে মোদির কেরল এবং অন্ধ্রের দু" দিনের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। তারমধ্যে রয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের নিউ ড্রাই ডক এবং আন্তর্জাতিক জাহাজ মেরামতের সুবিধা সহ একগুচ্ছ প্রকল্পের সূচনা। বুধবার কেরলের গুরুভায়ুর এবং থ্রিপ্রয়ার শ্রী রামস্বামী মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রামমন্দির উদ্বোধনের আগে ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করেছে রামমন্দির। তিনটি রামলালার মূর্তির মধ্যে থেকে ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে একটি মূর্তি।
  • Link to this news (আজকাল)