• ডিপফেক নিয়ে কড়া সুর কেন্দ্রীয় মন্ত্রীর গলায়
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ডিপফেক ভিডিও নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানালেন, আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্র আইটি-র নয়া নিয়ম আনতে চলেছে। সমাজের বিভিন্ন অংশ থেকে এবিষয়ে মতামত নেওয়া হয়েছিল। সেখানে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। এবার কেন্দ্র সবদিক খতিয়ে দেখে নতুন নিয়ম চালু করবে। তিনি আরও বলেন, ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তাঁরা গোটা বিষয়টি নিয়ে কাজ করছেন। যেসমস্ত অভিযোগগুলি এসেছে সেগুলিকেও খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমগুলি ডিপফেক ভিডিও নিয়ে কতটা সতর্কতা অবলম্বন করেছে সেদিকেও নজর রাখছে কেন্দ্র সরকার। এরপরই আইটি নিয়মে নতুন বদল আনবে কেন্দ্র। প্রসঙ্গত, সাময়িককালে অভিনেত্রী রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠে। এই ধরণের ঘটনা যাতে আর না ঘটে সেজন্যেই আইটি-র নিয়মে কিছু পরিবর্তন আনা দরকার। রাজীব চন্দ্রশেখর এদিন জানান, সরকার একটি বিষয়ে স্পষ্ট হতে চাইছে। আগামীদিনে যদি ডিপফেক নিয়ে কোনও ধরণের অভিযোগ জমা পড়ে তাহলে সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করবে। 
  • Link to this news (আজকাল)