• লক্ষ্মীর ভাণ্ডার-বার্ধক্য়ভাতা নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের
    আজ তক | ১৭ জানুয়ারি ২০২৪
  • সামনেই লোকসভা ভোট। তার আগে লক্ষ্মীর ভাণ্ডার-সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর এই নয়া ঘোষণার ফলে উপকৃত হতে পারেন রাজ্যের লাখ লাখ মানুষ। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আশা করি এই ঘোষণার ফলে অনেকে উপকৃত হবেন। সাধারণ মানুষের কাজ হবে।'  

    মঙ্গলবার নবান্ন থেকে একটা সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই ঘোষণা করেন। জানান, ২০ জানুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধানের মতো ক্যাম্প হবে প্রতিটি পোলিং স্টেশনে। সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য এক একটি স্টেশনে তিনজন করে আধিকারিক থাকবেন। তাঁরাই গোটা বিষয়টা দেখভাল করবেন। 

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এর আগে রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার করা হয়েছিল। এবার হবে জনসংযোগ কর্মসূচি। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার আবেদন এখনও করতে পারেননি বা নাম ওঠেনি তাঁরা নতুন করে সুযোগ পাবেন। এছাড়াও এই সংক্রান্ত কোনও সমস্যা থাকলে তার সমাধান করা হবে। 
    তিনি বলেন, ' ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি সব পোলিং স্টেশনে এই কর্মসূচি হবে। আমি জানি নিচুতলাতেও অনেকে কাজ করে না। মানুষকে ঘোরায়। পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রতিটি জায়গাতে ৩ জন করে অফিসার বসবেন। এসসি, এসটি শংসাপত্র যাঁরা পাননি তাঁদের দেওয়া হবে। তাঁরা দেখা করে সমস্যার কথা জানাবেন। '

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'যাঁরা যেমন রেশন পান, তেমনই পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে বঞ্চিত হলে নাম লেখাবেন। কৃষক ভাতা, মৎস্য চাষিরা নাম লেখাবেন। কোনও কৃষক মারা গেলে পরিবারকে ২ লাখ টাকা দেওয়া হয়। এমন কেউ বাকি থাকলে যাবেন সেই ক্যাম্পে। পরিযায়ী শ্রমিকরাও নাম লেখাবেন। কোনও সমস্যা থাকলে জানাবেন। সরকার ব্যবস্থা নেবে।' 

    এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী ২২ জানুয়ারি রাজ্যে কর্মসূচি থাকবে তৃণমূল কংগ্রেসের। সেদিন রাজ্যজুড়ে সংহতি মিছিল করবেন। মমতার কথায়, 'আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন মন্দির নিয়ে। তবে এটা নিয়ে আমার কোনও বক্তব্য নেই। আমি বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারি আমাদের প্রোগ্রাম আছে। আর ২২ জানুয়ারি, আমি নিজে একটা মিছিল করব। সেই মিছিল শুরু হবে কালীঘাট থেকে। আমি কালীঘাটে পুজো দেব। ওখানে আমি একা যাব। সেই মিছিল থেকে গুরুদ্বার, মসজিদ, চার্চেও যাব। সব ধর্মের মানুষ এই মিছিলে হাঁটবেন। পার্ক সার্কাসে এই মিছিল শেষ হবে।'
     
  • Link to this news (আজ তক)