• ‌ পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ইরান, পাল্টা হুমকি ইসলামাবাদের ...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মিসাইল হামলা ইরানের। সিরিয়া, ইরাকের পর পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। ইরাকের কুর্দিস্তান এবং সিরিয়ায় ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেই এই হানা। এই হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাশাপাশি হুমকি দিয়ে বলেছে, এই ধরনের হামলা বরদাস্ত করা হবে না। পরবর্তীকালে এর ফল ভুগতে হবে বলেও হুমকি দিয়েছে ইসলামাবাদ। প্রসঙ্গত, মঙ্গলবার ইরানের সরকারি সংবাদমাধ্যম দাবি করে, পাকিস্তান–ইরান সীমান্তের ওই জায়গায় জঙ্গিদের দু’টি ঘাঁটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে ধ্বংস করা হয়েছে। এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেননি বালুচিস্তানের তথ্যমন্ত্রী জান আচাকজাই। এরপরেই পাকিস্তান সুর চড়ায়। পাক বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ইরান বিনা অনুমতিতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে। হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও তিন শিশু। পাকিস্তান এর তীব্র নিন্দা করছে।
  • Link to this news (আজকাল)