• রেশন দোকান থেকে ভারত ব্র্যান্ডের খাদ্য সামগ্রী দেবে কেন্দ্র...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, দিল্লি: রেশন দোকান থেকে ভারত ব্র্যান্ডের চাল, আটা, মুগ ডাল দেবে কেন্দ্রীয় সরকার। অল ইন্ডিয়া ফেয়ারপ্রাইস শপ ডিলার্স ফেডারেশনের দাবি খারিজ করে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। দৈনিক মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জোগানে সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠছে, তা লাঘব করতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জাতীয় খাদ্য সুরক্ষা তালিকাভুক্ত করার দাবি করেছিল ফেডারেশন। যদিও কেন্দ্রের তরফে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প চালু করার কোনও ইচ্ছা নেই।ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ভারত ব্র্যান্ডের চাল, মুগ ডাল, আটা দেওয়া হবে রেশন দোকান থেকে। রেশন কার্ডধারী এবং রেশনকার্ড ছাড়া ব্যক্তি, উভয়েই এই সমস্ত সামগ্রী রেশন দোকান থেকে কিনতে পারবেন। আধার নম্বর, মোবাইল নম্বর, ঠিকানা, স্বাক্ষর সংগ্রহ করা হবে এবং মাষ্টার রোলের মাধ্যমে এই সমস্ত সামগ্রি পাবেন রেশন কার্ড ছাড়া ব্যক্তিরা। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ লোকসভা নির্বাচনের আগে চমক আর কিছুই নয় বলে কটাক্ষ করেছেন বিশ্বম্ভর বসু। তিনি দাবি করেছেন, "গত বছরের জানুয়ারিতে বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা আইন। প্রধানমন্ত্রীর প্রচারের জন্য এই আইন না মেনে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। আমরা চাই এই আইন ফের কার্যকর করা হোক এবং বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেই তালিকার অন্তর্ভুক্ত করা হোক।" ভারত ব্র্যান্ডের সামগ্রী নাফেড, এনসিসিএফ এবং কেন্দ্রীয় ভাণ্ডার মারফৎ চাল, ডাল, গম রেশন দোকানে পৌঁছনোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
  • Link to this news (আজকাল)