• ‌চীনের জনসংখ্যা এক বছরে কমল ২০ লক্ষ
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ টানা দুই বছর। কমল চীনের জনসংখ্যা। পরিসংখ্যান বলছে, গত এক বছরে চীনের জনসংখ্যা ২০ লক্ষেরও বেশি কমেছে। বেজিংয়ের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২৩ সালের শেষে চীনের জনসংখ্যা ছিল ১৪০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার। ২০২২ সালে যে জনসংখ্যা ছিল তার তুলনায় ২০২৩ সালের জনসংখ্যা ২০ লাখ ৮০ হাজার কম। ২০২৩ সালে জন্মহার ছিল প্রতি হাজারে ৬.‌৩৯। জন্মহার কম হওয়া এবং করোনা ভাইরাসে মৃত্যুর জেরে জনসংখ্যা হ্রাস পেয়েছে বলে জানানো হয়েছে। তবে পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, চীনের অর্থনীতি বৃদ্ধি হয়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর–এই তিন মাসে জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫.‌২ শতাংশে। চীনের দাবি, তারা আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর চীনের আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল পাঁচ শতাংশ। প্রসঙ্গত, জনসংখ্যার নিরিখে বিশ্বের এক নম্বর দেশ এখন ভারত। দুইয়ে রয়েছে চীন। 
  • Link to this news (আজকাল)