• ‌‌গাজার পর লেবাননে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ প্যালেস্তাইনের গাজা উপত্যকার পর ইজরায়েল সেনা এবার দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। লেবানন সীমান্তে মোতায়েন ইজরায়েলি সেনা মহড়া চালাচ্ছে। গত অক্টোবরের গোড়ার দিকে যখন গাজায় ইজরায়েল সেনা অভিযান শুরু করে, তখন থেকেই লেবানন সীমান্তে হিজবুল্লাহ’র সঙ্গে গুলির লড়াই শুরু হয় ইজরায়েল সেনার। যা এখনও চলছে। এখন জানা যাচ্ছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোয় সামরিক অভিযান চালাতেই মূলত ইজরায়েল সেনা সীমান্তজুড়ে ব্যাপক মহড়া শুরু করেছে। ইজরায়েল সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডার ওরি গর্ডিন জানিয়েছেন, লেবানন সীমান্তে অন্তত ২০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, গাজায় ইজরায়েল হামলা চালানোর পর থেকেই প্যালেস্তাইনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন গোষ্ঠী হিজবুল্লাহ ইজরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল হামলা চালায়। 
  • Link to this news (আজকাল)