• যাত্রী, যানবাহন নিয়ে পদ্মা নদীতে ডুবে গেল ফেরি, ৬ জনকে জীবিত উদ্ধার ...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের পদ্মা নদীতে ফেরি ডুবির ঘটনা ঘটেছে। বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া জলপথে আটকে থাকা ফেরি রজনীগন্ধা যানবাহন ও যাত্রী নিয়ে নদীতে ডুবে গেছে। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। শেষ পাওয়া খবর পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।বুধবার সকালে ফেরিটি ডুবে যায়। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক ( বাণিজ্য) মো. সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ফেরিটিতে কাভার্ডভ্যান পিকআপ সহ ৯টি যানবাহন ছিল। এসব গাড়িতে ঠিক কতজন যাত্রী ছিলেন তার কোনও সঠিক তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।এদিকে বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম খালিদ মাহমুদ জানান, রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে একটি বাল্কহেডের ধাক্কায় ফেরিটি যানবাহন ও যাত্রীদের নিয়ে ডুবে যায়।
  • Link to this news (আজকাল)