• কংগ্রেস-বিজেপি, কারও কর্মসূচিতেই আমন্ত্রণ পায়নি সপা!
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একদিকে গেরুয়া শিবিরের উন্মাদনা তুঙ্গে ২২ জানুয়ারি ঘিরে, অন্যদিকে ভারত জোড়ো যাত্রার সাফল্যের পর রাহুলের হাত ধরেই শুরু হয়েছে দ্বিতীয় ইনিংস, ভারত জোড়ো ন্যায় যাত্রা। এসবের মাঝেই সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও সমাজবাদী পিডিএ যাত্রা শুরু করেছেন অখিলেশ যাদব। পরিকল্পনা, ডাঃ ভীম রাও আম্বেদকর, ডাঃ রাম মনোহর লোহিয়া এবং মুলায়ম সিং যাদবের মতাদর্শকে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া। তবে তার মাঝেই চর্চা শুরু হয়েছে অখিলেশ যাদবের একটি মন্তব্য নিয়ে। দলীয় কার্যালয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল রাহুলের কর্মসূচিতে যোগদান প্রসঙ্গে। উত্তরে "সম্ভাবনা নেই" জানানোর পর, অখিলেশ বলেন গেরুয়া শিবির কিম্বা হাত শিবির, তাদের কর্মসূচিতে কেউই আমন্ত্রণ জানায়নি সমাজবাদী পার্টিকে। একই সঙ্গে অখিলেশ জানিয়েছেন, পুরনো সমাজতন্ত্রীদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি নিয়েছে সমাজবাদী পার্টি। দলিত, পিছিয়ে পড়া সংখ্যালঘু সকলকে একত্রিত করবে তাঁর দল। দলীয় কার্যালয়ে এদিন অখিলেশ বলেন, সপাই একমাত্র দল, যারা সাংবিধানিক মূল্যবোধ এবং সংবিধান বাঁচাতে লড়াই করে চলেছে।
  • Link to this news (আজকাল)