• পুরীতে শ্রীমন্দির পরিক্রমা প্রকল্প উদ্বোধন করলেন নবীন পট্টনায়ক ...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী আজ পুরীতে শ্রীমন্দির পরিক্রমা প্রকল্প উদ্বোধনের কর্মসূচীতে যোগ দিতে এসেছেন। ওড়িশা সরকার পুরীকে আন্তর্জাতিক মানের ঐতিহ্যশালী শহরে পরিণত করতে চার হাজার কোটি টাকার যে প্রকল্প বাস্তবায়িত করছে, তার অঙ্গ হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আজ দুপর দেড়টায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেব।শ্রীমন্দির পরিক্রমা প্রকল্প উদ্বোধনের সাথে সাথে দর্শনার্থীরা এখন থেকে খুব অল্প সময়ে জগন্নাথ দর্শন করতে পারবেন। রাজ্য সরকার এই অনুষ্ঠানের সার্থক বাস্তবায়নের জন্য সমগ্র পুরী জেলাতে ছুটি ঘোষণা করা হয়ছে। প্রসশাসনের পক্ষ থেকে পুরীর মন্দিরকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। মন্দিরের অভ্যন্তরে ও বাইরের রাস্তার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসিটিভি। পুরীর মন্দিরের সিংহ দরজা থেকে শুরু করে মাসির বাড়ি পর্যন্ত বিস্তৃত গ্র্যান্ড রোডের দুধারের সমস্ত বাড়ির রং গোলাপি করা হয়েছে।
  • Link to this news (আজকাল)