• তেলেঙ্গানায় বিপুল অর্থ বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানায় বিপুল পরিমান অর্থ বিনিয়োগ করবে আদানি গ্রুপ। জানা গিয়েছে এই বিনিয়োগের পরিমান ১২ হাজার ৪০০ কোটি টাকা। আগামী ১০ বছরে তেলেঙ্গানায় এই বিনিয়োগ করবেন তাঁরা। সুইজারল্যান্ডের দাভাসে গিয়ে এই মউ চুক্তি স্বাক্ষর করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই ছবি ভাইরাল হয়েছে। তবে এরপরই উঠছে নানা প্রশ্ন। যে রাহুল গান্ধী প্রথম থেকে মোদির সঙ্গে আদানির সম্পর্ক নিয়ে সরব ছিলেন তাঁর দলের মুখ্যমন্ত্রীই এবার নিজের রাজ্যে আদানিকে দিয়ে বিনিয়োগ করালেন। সংসদে বহুবার মোদি-আদানি সম্পর্ক নিয়ে সরব হয়েছে কংগ্রেস। এমনকি হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়েও দেশজুড়ে তোলপাড় হয়েছিল। আদানির শেয়ার বাজারও এরফলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আদানি প্রসঙ্গে সরব হয়ে সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। এবার সেই আদানির সঙ্গেই হাত মেলালেন কংগ্রেস শাসিত এক রাজ্যের মুখ্যমন্ত্রী। যদিও রাজনীতির কারবারিরা মনে করছেন, রাজনীতিকে দূরে সরিয়ে রেখে রাজ্যের উন্নয়ন করতেই আদানির সঙ্গে হাত মিলিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। সেদিক থেকে দেখতে হলে রেভান্ত রেড্ডির এই সিদ্ধান্ত একেবারে ইতিবাচক।  
  • Link to this news (আজকাল)