• তামিলনাড়ুতে জাল্লিকাট্টুর বলি ২, আহত ৭০
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জাল্লিকাট্টুর আসরে ফের বিপত্তি। তামিলনাড়ুর ঐতিহ্যবাহী এই খেলায় বুধবার প্রাণ হারালেন ২ জন। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। মৃতদের মধ্যে একজন নাবালক ছিল। তামিলনাড়ুর এই প্রাচীন খেলার নিয়ম, ছুটন্ত ষাঁড়কে কৌশলে কাবু করা। কিন্তু ক্ষিপ্ত ষাঁড়ের গুঁতোয় বছরের পর বছর বহু মানুষ প্রাণ হারান। তামিলনাড়ুতে পোঙ্গলের অংশ হিসেবে ষাঁড়-মানুষের মধ্যে এই খেলা দেখা যায়। তামিলনাড়ুর পাশাপাশি কর্ণাটকেও জাল্লিকাট্টু ব্যাপক জনপ্রিয়। মহারাষ্ট্রেও জাল্লিকাট্টুর আসর বসে। বুধবার তামিলনাড়ুর শিবগঙ্গায় জাল্লিকাট্টুতে ২৭১টি ষাঁড় অংশ নেয়। মাদুরাইতেও ষাঁড়ের গুঁতোয় আহত হয়েছেন ৩ জন।
  • Link to this news (আজকাল)