• মমতার সংহতি মিছিলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী ২২ জানুয়ারি কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেইদিনই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে কলকাতায় এই মিছিলে হাঁটবেন বলে জানিয়েছেন বলে জানিয়েছেন মমতা। আর এই ঘোষণার পরের দিনই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের দাবি, সংহতি যাত্রায় রাজ্যে নষ্ট হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি। সে কারণেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বুধবার মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। প্রসঙ্গত, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন পথে নামছে তৃণমূল‌। তাদের তরফে রাজ্যে সম্প্রীতির মিছিল বের করা হবে। যেখানে সর্বধর্মের লোকেদের আহ্বান জানিয়েছে তারা। মূল মিছিলের নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী এবং স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, "আগামী ২২ জানুয়ারি তৃণমূল একটি মিছিল করবে। হাজরা থেকে পার্কসার্কাস পর্যন্ত এই মিছিল হবে। মিছিলে থাকবেন সর্বধর্মের মানুষ। কালীমন্দিরে গিয়ে পুজো দিয়ে এই মিছিল শুরু হবে। মন্দির, মসজিদ, গুরদোয়ারায় যাব। মিছিল শেষ হওয়ার পর পার্কসার্কাসে একটি সভা হবে।" পাশাপাশি, কর্মীদের ব্লকে ব্লকে সংহতি মিছিল করারও বার্তা দিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)