• আন্তঃজেলা বাইক চুরি চক্রের পর্দা ফাঁস, উদ্ধার ৩টি চোরাই বাইক, ধৃত ১ ...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আন্তঃজেলা বাইক চুরি চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবককে রৌশনপুর ব্যারেজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকের হেফাজত থেকে তিনটি চোরাই বাইক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মাসুম পারভেজ। তার বাড়ি সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের লালখাঁনদিয়ার গ্রামে। জেলা পুলিশের এক শীর্ষ কর্তা নাম না প্রকাশের শর্তে জানান, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পাওয়া যায় মাসুম পারভেজ নামের ওই যুবক একটি চোরাই বাইক নিয়ে রৌশনপুর থেকে লালখাঁনদিয়ার গ্রামে তার বাড়িতে যাচ্ছেন। সেই সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হলে ওই যুবক বাইকটির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর পুলিশ ওই যুবককে থানাতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে তার বাড়িতে আরও দুটি চোরাই বাইক রাখা রয়েছে। জেলা পুলিশের ওই কর্তা জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মাসুম মুর্শিদাবাদ জেলা ছাড়াও মালদা এবং আশেপাশের কয়েকটি জেলা থেকে বাইক চুরির একটি চক্রের সাথে জড়িয়ে ছিল। বাইক চুরি করার পর মাসুম সেগুলোর নম্বর প্লেট বদলে বিভিন্ন গ্রামে কম দামে বিক্রি করে দিত। পুলিশের ধারনা, ধৃত যুবক আরও বিভিন্ন জায়গাতে চোরাই বাইক লুকিয়ে রেখেছে। সেগুলোও উদ্ধার করার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া বাইকগুলোর ইঞ্জিন নম্বর এবং চ্যাসিস নম্বর দেখে সেগুলোর প্রকৃত মালিককে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃত মাসুম পারভেজের পুলিশ হেফাজতের আবেদন করে বুধবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)