• ধর্মতলায় সভা করার অনুমতি পেল না আইএসএফ
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ধর্মতলায় ভিক্টোরিয়া হাইসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। তবে এখনই সভা করার অনুমতি দিল না আদালত। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, গত বছরে রাণী রাসমণি রোডে কর্মসূচির সময় যে অশান্তির সৃষ্টি হয়েছিল তার জবাব আগে দিতে হবে নওশাদ সিদ্দিকীকে। গত বছরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে আদালতে আগে হলফনামা জমা দিতে হবে আইএসএফকে। কর্মসূচির পরিকল্পনা এবং জমায়েত সংক্রান্ত বিষয়েও আদালতে জানাতে হবে। সব নথি জমা দেওয়ার পর আদালত সিদ্ধান্ত নেবে সভার অনুমতি দেওয়া হবে কিনা। তবে, নথিপত্র জমা দিলেই যে সভার অনুমতি মিলবে সে বিষয়েও স্পষ্ট জানানো হয়নি হাইকোর্টের তরফে। আদালত জানিয়েছে, ২১ জানুয়ারি সভা করতে চেয়েছে আইএসএফ। ওইদিন আর একটি কর্মসূচি হওয়ার কথা রয়েছে ধর্মতলায়। একই দিনে একই জায়গায় দুটি সভা করার অনুমতি দিতে চাইছে না কলকাতা হাইকোর্ট।
  • Link to this news (আজকাল)