• ‌‌গঙ্গাসাগর পুণ্যার্থীদের সুবিধার্থে সার্কুলার রেল চলাচলে নিয়ন্ত্রণ জারি করল পূর্ব রেল...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ চক্ররেল লাইন লাগোয়া জায়গায় গঙ্গাসাগর তীর্থযাত্রীদের থাকা এবং যাতায়াতের সুবিধার কথা ও নিরাপত্তার কথা ভেবে আজ অর্থাৎ বুধবার পূর্ব রেল সার্কুলার রেল চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। এদিন চক্ররেলের ৬টি ট্রেনের যাত্রা কলকাতা স্টেশনে শেষ করা হবে। আর ৬টি ট্রেনের যাত্রা কলকাতা স্টেশন থেকে শুরু হবে। চারটি ট্রেনকে ঘুরিয়ে শিয়ালদহ নর্থ সেকশনে নিয়ে যাওয়া হবে ও আপে ৪টি ট্রেনের যাত্রা শিয়ালদহ নর্থ থেকে শুরু হবে। দুটি ট্রেনকে কাঁকুরগাছি রোড জংশন–বালিগঞ্জ হয়ে মাঝেরহাটে নিয়ে যাওয়া হবে। একটি ট্রেনকে মাঝেরহাট থেকে এবং অপর ট্রেনকে বালিগঞ্জ থেকে ঘুর পথে চালানো হবে। দুটি ট্রেনের যাত্রা বালিগঞ্জ স্টেশনে শেষ হবে ও দুটি ট্রেনের যাত্রা বালিগঞ্জ থেকে শুরু হবে। দুটি ট্রেনের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া হবে ও বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করা হবে। দুটি ট্রেন বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে বালিগঞ্জ–কাঁকুরগাছি রুট হয়ে চলবে। চারটি ট্রেন বাতিল থাকবে। এছাড়া, একটি শিয়ালদহ–বারুইপুর স্পেশাল শিয়ালদহ থেকে সন্ধে ৭ টা ১০ মিনিটে ছাড়বে কলকাতা–নামখানা স্পেশাল যে ট্রেনটি রাত সাড়ে ৯ টায় কলকাতা স্টেশন থেকে ছাড়ে, সেটি শিয়ালদহ (দক্ষিণ) সেকশন থেকে রাত ১০ টা ৩১ মিনিটে ছাড়বে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। 
  • Link to this news (আজকাল)