রাম মন্দির উদ্বোধনের আগেই চালু বিমান পরিষেবা, এবার কলকাতা থেকে সরাসরি বিমান অযোধ্যার
২৪ ঘন্টা | ১৭ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার ১৭ জানুয়ারি শুরু হল কলকাতা থেকে অযোধ্যা পর্যন্ত বিমান পরিষেবা। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করেই এই সূচনা করা হয়েছে। আপাতত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চালু থাকবে। তবে প্রথম দিন কলকাতা বিমানবন্দর থেকে দেরিতে ছাড়ছে এই বিমান। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। সারা ভারত থেকে তীর্থযাত্রী ও ভক্তরা পৌঁছবে অযোধ্যায়। ইতিমধ্যেই অযোধ্যার মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং দিল্লির মধ্যে বিমান পরিষেবা চালু হয়েছে।
বুধবার ১৭ জানুয়ারি থেকে কলকাতা ও অযোধ্যার মধ্যে বিমান পরিষেবা শুরু হল। তবে এদিন নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরেই বিমান ছাড়বে বলে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর।এদিন বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবে মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে।অযোধ্যা থেকে এই বিমান কলকাতায় আসার পর তা কলকাতা থেকে অযোধ্যায় ফিরে যাবে।২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বুধবার কলকাতা বিমানবন্দর থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে প্রথম বিমান। বিমানের যাত্রীদের স্বাগত জানাতে রাজ্য বিজেপির পক্ষ থেকে নমোমি গঙ্গার কো কনভেনার নারায়ণ চ্যাটার্জী মিষ্টিমুখ করাতে উপস্থিত হন কলকাতা বিমানবন্দরে।