• পাবলো পিকাসো-মার্ক শাগালের চুরি হয়ে যাওয়া অতি মূল্যবান শিল্পকর্ম উদ্ধার...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে স্পেনের বিশ্ববিখ্যাত চিত্রকর পাবলো পিকাসো ও বেলারুশ-ফ্রান্সের চিত্রকর মার্ক শাগালের চুরি হয়ে যাওয়া দুটি শিল্পকর্ম উদ্ধার হল। লাখো ডলারের শিল্পকর্ম দু’টি বেলজিয়ামের আন্ত্রিপ শহরে একটি ভবনের বেসমেন্ট থেকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।বেলজিয়াম পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার জানিয়েছে, শিল্পকর্ম দু"টি এখনো ভাল অবস্থায় আছে।উল্লেখ্য, ২০১০ সালে ইজরায়েলের তেল আবিব থেকে শিল্পকর্ম দু"টি চুরি হয়। তখন সেখানকার এক চিত্রকর্ম সংগ্রাহকের তত্ত্বাবধানে ছিল সেগুলো।তখন শিল্পকর্ম দু’টির সম্মিলিত দাম ছিল ৯ লাখ ডলার। ওই সময় শিল্পকর্ম দু"টির সঙ্গে ৬ লাখ ৮০ হাজার ডলারের অলংকার চুরি হয়েছিল। কিন্তু সেগুলোর হদিশ আজও মেলেনি।
  • Link to this news (আজকাল)