• রোহিতের বিধ্বংসী শতরান, রিঙ্কুর সঙ্গে জুটি বেঁধে ভারতকে ম্যাচে ফেরালেন...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথম দু"ম্যাচে শূন্যতে আউট হওয়ার পর আকাশ চোপড়ার কটূক্তির মুখে পড়তে হয়েছিল রোহিত শর্মাকে। এদিন যাবতীয় সমালোচনার জবাব দিলেন ভারত অধিনায়ক। একা কুম্ভ রক্ষা করলেন। মাত্র ২২ রানে ৪ উইকেট হারায় ভারত। সেখান থেকে বুক চিতিয়ে লড়াই করলেন রোহিত। পাওয়ার প্লের মধ্যে এতগুলো উইকেট হারানো সত্ত্বেও ব্যাটিং স্টাইলে কোনও বদল আনেননি। বিধ্বংসী মেজাজেই পাওয়া যায় রোহিতকে। একটি ওভারে ৩টি ছয়, ১টি ছয় হাঁকান। ৪১ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। এরপর ঝড় তোলেন। ৬৪ বলে শতরানে পৌঁছে যান। অন্যতম সেরা ইনিংস। ৬৯ বলে ১২১ রানে অপরাজিত। মারকুটে ইনিংসে রয়েছে ৮টি ছয়, ১১টি চার। তাঁকে যোগ্য সঙ্গত দেন রিঙ্কু সিং। ৩৯ বলে ৬৯ রানে অপরাজিত। ইনিংসে রয়েছে ৬টি ছয়, ২টি চার। পঞ্চম উইকেটে ১৯০ রান যোগ করে এই জুটি। প্রথম দুটো ম্যাচ জিতে ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজ ২-০ তে পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়ার। এদিন শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচ। তাই দলে কয়েকটা পরিবর্তন করেন। যদিও এদিনও জায়গা হয়নি শুভমন গিলের। টি-২০ বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি-২০ ম্যাচ। তাই সমস্ত কম্বিনেশন দেখে দিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু এমন একটা নির্বিষ ম্যাচে শুরুতে মুখ থুবড়ে পড়ল ভারত। একই ওভারে ব্যাক টু ব্যাক বলে ফেরেন যশস্বী জয়েসওয়াল এবং বিরাট কোহলি। শূন্য রানে ফেরেন প্রাক্তন অধিনায়ক। প্রথম দু"ম্যাচে অর্ধশতরান করা শিবম দুবে এদিন ব্যর্থ। মাত্র ১ রানে আউট হন। ফারিদ আহমেদের বিধ্বংসী বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে ভারতীয় ব্যাটাররা। কিন্তু ভারতকে ম্যাচে ফেরানোর দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নেন রোহিত এবং রিঙ্কু। কেকেআরের ক্রিকেটারকে শুরুতে একটু নড়বড়ে দেখালেও সেট হওয়ার পর আর কোনও সুযোগ দেননি। নির্ধারিত ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ২১২। 
  • Link to this news (আজকাল)