• গ্রামীণ ভারতে কিশোরীদের তুলনায় দ্বিগুণ কিশোরের কাছে রয়েছে নিজেদের স্মার্টফোন ...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পড়ুয়াদের হাতে ফোন! একটা সময় এই বিষয় ভাবা না গেলেও, দিনে দিনে বদল হচ্ছে পরিস্থিতি। বদলে যাওয়া সময়ে, বিশেষ করে করোনা পরিস্থিতির পর থেকে পড়ুয়াদের জীবনে মোবাইল ফোন একটা অঙ্গ হয়ে উঠছে। অনেকেই অপব্যবহার করছে এই ফোনের। তবে একটি সমীক্ষা বলছে, গ্রামীণ ভারতে কিশোরীদের চেয়ে দ্বিগুণ হারে কিশোরদের কাছে রয়েছে নিজেদের স্মার্টফোন। ২৬ টি রাজ্যের ২৮টি জেলার সরকারি এবং বেসরকারি, উভয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৫ হাজার পড়ুয়ার ওপর এই সমীক্ষা চালানো হয়েছিল। তাতে নজরে ছিল মূলত ১৪ থেকে ১৮ বছরের পড়ুয়ারা। প্রথম ফাউন্ডেশনের উদ্যোগে হওয়া অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট ২০২৩-এ দেখা গিয়েছ, কিশোরীদের চেয়ে কিশোররা বেশি হারে স্মার্ট ফোন ব্যবহার করছে। দেখা গিয়েছে স্মার্ট ফোন ব্যবহার করছে এরকম পড়ুয়াদের মধ্যে ৩১ শতাংশ পড়ুয়া নিজের ফোন ব্যবহার করে। নিজেদের ফোন আছে এমন পড়ুয়াদের মধ্যে ৪৩.৭ শতাংশ কিশোর এবং ১৯.৮ শতাংশ কিশোরী। তাছাড়া পড়ুয়ারা স্মার্টফোনে মূলত কী কী কার্যকলাপ করে, অ্যালার্ম থেকে ইউটিউব সার্চ, সবকিছুর ওপরেই সার্ভে করেছে ওই সংস্থা।
  • Link to this news (আজকাল)