• দমকল অফিসার সেজে প্রতারণার অভিযোগ, মেমারিতে মহিলা-সহ ধৃত তিন...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মেমারিতে ধৃত তিন ভুয়ো দমকল অফিসার। ধৃতদের মধ্যে এক মহিলাও আছেন। ভয় দেখিয়ে স্থানীয়দের অগ্নিনির্বাপক বিভিন্ন জিনিস বিক্রির সময় স্থানীয় একজন গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এরপরেই ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ। প্রাথমিকভাবে তাদেরকে আটক করে যখন তাদের বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয় তখন তারা সেই কাগজপত্র দেখাতে পারেনি। এরপরেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে শিবশঙ্কর প্রজাপতি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং দীপক প্রসাদ ওরফে শানু ও পূজা সাউয়ের বাড়ি উত্তর ২৪ পরগণার হালিশহরে। জানা গিয়েছে, মেমারির তাতারপুরে ফায়ার স্টিকার লাগানো একটি গাড়ি নিয়ে ওই মহিলা ও দুই ব্যক্তি যায়। তাদের গলায় ওয়েস্ট বেঙ্গল ফায়ার প্রটেকশন লেখা পরিচয়পত্রও ঝুলছিল। স্থানীয় ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ও ফায়ার লাইসেন্স দেখতে চায় তারা। না থাকলে ২ লক্ষ টাকা জরিমানার ভয় দেখায়। একইসঙ্গে অগ্নিনির্বাপনের বিভিন্ন জিনিসপত্র ভয় দেখিয়ে চড়া দামে কিনতে বাধ্য করে বলে অভিযোগ। স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হওয়ায় তিনি গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন‌। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং দপ্তরের বৈধ কাগজপত্র দেখতে চায়। দেখাতে না পারায় অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। এবিষয়ে মেমারির দমকল অফিসার সঞ্জয়কুমার দত্ত জানিয়েছেন, তাঁদের তরফ থেকে এভাবে কখনই অভিযান করা হয় না। আগে চিঠি দেওয়া হয় এবং তারপর দমকলের তরফ থেকে যাওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঝকঝকে পোশাকে এসে এই তিনজন বা বিশেষত ওই মহিলা যেভাবে কথা বলছিলেন তাতে কারোর পক্ষেই এদেরকে সন্দেহ করা সম্ভব নয়।
  • Link to this news (আজকাল)