• জেলা কিষাণ এবং ক্ষেত মজদুর ইউনিয়নের কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র বহরমপুর...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলা কিষাণ এবং ক্ষেত মজদুর ইউনিয়নের ডেপুটেশন প্রদান এবং আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল বহরমপুর শহরে। সংগঠনের সদস্যরা মিছিল করে জেলাশাসকের অফিসের দিকে যাওয়ার চেষ্টা করলে মিছিল আটকে দেয় পুলিশ। মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সংগঠনের তরফে বলা হয়েছে, ‘২০০৪ সালে ইউপি -১ সরকারের আমলে ভারতে ১০০ দিনের কাজের অধিকার আইনে পরিণত হয়। সেই আইন ভাঙার জন্য জেলাশাসকের অফিসের দিকে মিছিল করা হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই পুলিশ মিছিল আটকে দিয়েছে’। সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামাল হোসেন জানিয়েছেন, ‘১০০ দিনের কাজের প্রকল্পে আমরা নূন্যতম ৬০০ টাকা মজুরি দাবি করছি। অথচ এই মুহূর্তে ১০০ দিনের কাজে মাত্র ২২৩ টাকা করে দিন মজুরি দেওয়া হয়। এই মজুরি পাওয়ার জন্য সরকারের তরফ থেকে আবার বলা হচ্ছে শ্রমিকদেরকে কাজ শুরুর সময় এবং কাজের মাঝে। দু"বার করে বায়োমেট্রিক হাজিরা দিতে হবে। আমরা এই সমস্ত কিছুর প্রতিবাদ জানাচ্ছি’।
  • Link to this news (আজকাল)